‘বংশ মর্যাদাসম্পন্ন’ গরু ও ১৫ লাখ টাকার ছাগল বিক্রির ঘটনায় আলোচনায় আসা সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান হোসেনকে এবার রাজধানীর মোহাম্মদপুরে একজন অটোরিকশাচালককে হত্যার মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। সোমবার (২২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, মানিলন্ডারিং মামলায় আগে থেকেই গ্রেপ্তার থাকা ইমরান হোসেনকে সোমবার আদালতে হাজির করা হয়। এরপর জুলাইয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মোহাম্মদপুরে গুলিবিদ্ধ হয়ে নিহত অটোরিকশাচালক মো. রনির হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা, মোহাম্মদপুর থানার এসআই নাজমুল ইসলাম। বিচারক আবেদন মঞ্জুর করেন এবং ইমরানকে কারাগারে পাঠানোর আদেশ দেন। হত্যা মামলার অভিযোগপত্র অনুযায়ী, গত ১৯ জুলাই রাজধানীর মোহাম্মদপুরের নূরজাহান রোডে একটি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলিবিদ্ধ হন মো. রনি। পরে হাসপাতালে নেওয়া...