ভারতের সংগীতাঙ্গন জুবিন গার্গকে হারিয়ে এখনো কাঁদছে। গত সপ্তাহে সিঙ্গাপুরে অনুষ্ঠান করতে গিয়ে আকস্মিকভাবে মৃত্যুর মুখে পড়েন জনপ্রিয় এ শিল্পী। তিনি ৫২ বছরেই অনন্তের পথে পাড়ি জমালেন। সুরের জাদুকরের এই অকস্মাৎ মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না অনুরাগী কেউ। জুবিনের মৃত্যু নিয়ে সিঙ্গাপুরে আলাদা করে তদন্তের কথা বলেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তবে আজ (২২ সেপ্টেম্বর) সিঙ্গাপুরের পক্ষ থেকে এসে পৌঁছেছে জুবিনের মৃত্যুসনদ (ডেথ সার্টিফিকেট)। এতে পানিতে ডুবে মৃত্যুর কথা উল্লেখ রয়েছে বলে জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী। তবে নিজেদের আভ্যন্তরীণ তদন্তও চলবে, তাও জানান তিনি। সিঙ্গাপুর সরকারের পক্ষ জুবিনের মৃত্যুসনদে কী উল্লেখ করা হয়েছে? তা হাতে পেয়ে গণমাধ্যমে আসামের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পানিতে ডুবেই গায়কের মৃত্যু হয়েছে। গত ১৯ তারিখ সিঙ্গাপুরের স্কুবা ডাইভিং করতে গিয়ে প্রাণ হারান ৫২ বছর বয়সী জুবিন। কিন্তু...