শেরপুরের নকলায় দুই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২২ সেপ্টেম্বর) উপজেলার চন্দ্রকোনা বাজারে অভিযান চালিয়ে এ আদেশ দেন সহকারী কমিশনার ভূমি সাদিয়া আফরিন এ্যানী। দণ্ডপ্রাপ্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো হলো, মেসার্স সম্রাট এন্টারপ্রাইজ ও মেসার্স সামির এন্টারপ্রাইজ। আদালত সূত্র জানায়, বিনা লাইসেন্সে ও ক্রেতাকে ক্যাশমেমো না দিয়ে রাসায়নিক সার বিক্রির অপরাধে প্রতিটি দোকান মালিককে ১৫ হাজার টাকা করে ৩০ টাকা জরিমানা করা হয়। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালীন মেহেদী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা...