চাঁদপুর সদর উপজেলার ৭নং তরপুরচন্ডী ইউনিয়নের ৭ ও ৮নং ওয়ার্ড এলাকায় মেঘনা নদীর তীব্র ভাঙন দেখা দিয়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে পানি বৃদ্ধি এবং ঢেউয়ের কারণে প্রতিবছরই এই পরিস্থিতি সৃষ্টি হয়। মেঘনা নদীর তীব্র এই ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে প্রায় শত বছরের পুরনো একটি গ্রামীণ সড়ক। যেই সড়কটি মেঘনা বাজার ও কাশিমবাজারসহ কয়েকটি এলাকার মানুষের জন্য একমাত্র চলাচলের মাধ্যম। বর্ষা মৌসুমে পানি বৃদ্ধি এবং ঢেউয়ের কারণে রাস্তাটি ভেঙে গেলে ১০ থেকে ১২ বছর আগে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে একটি গাইড ওয়াল নির্মাণ করে দেয়া হয়। পরবর্তীতে ২০২৩ সালের ঘূর্ণিঝড়ে রাস্তার পাশের গাইড ওয়ালটি একেবারে ভেঙে যায়। এরপর থেকে দীর্ঘদিন যাবত শত বছরের এই পুরনো রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে কয়টি এলাকার শতশত বাসিন্দাদের। স্থানীয় বাসিন্দা...