নিহত সাইফুলের বাড়ি খুলনার খানজাহান আলী থানার যোগীপোল এলাকায়। শনিবার (২০ সেপ্টেম্বর) কিডনিজনিত সমস্যা নিয়ে তাকে খুমেক হাসপাতালের মেডিসিন ইউনিট-১-এর ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সাইফুলের বড় ভাই আশরাফুল ইসলাম জানান, ভর্তির পর তার শ্বাসকষ্ট বেড়ে যায়। অনেক চেষ্টা করেও অক্সিজেন না পেয়ে পরে এক পরিচিত ব্যক্তির মাধ্যমে রাতে অক্সিজেন জোগাড় করা হয়। আশরাফুলের অভিযোগ, রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে ওয়ার্ড ক্লিনার (আউটসোর্সিং) জব্বার তাদের কাছে বকশিশ চেয়েছিলেন। বকশিশ না দেওয়ায় তিনি সাইফুলের অক্সিজেন খুলে নিয়ে পাশের অন্য এক রোগীকে দিয়ে দেন। এ সময় তারা বাধা দিলে ক্লিনার তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। তবে অভিযুক্ত ক্লিনার জব্বার বকশিশ চাওয়ার বা অক্সিজেন খুলে নেওয়ার কথা অস্বীকার করেছেন। তিনি বলেন, তিনি একজন মুমূর্ষু রোগীর জন্য সিলিন্ডারটি...