নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বাউস্ট) পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ডিজিটাল সেবা কার্যক্রম বিষয়ে এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়। সকালে ফিতা কেটে ব্যাংকিং বুথ ও ডিসকাশন সেশনের উদ্বোধন করেন প্রধান অতিথি বাউস্টের ভিসি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন পিএসসি। পরে ডিসকাশন সেশন শেষে বাউস্টের শহীদ ডা. জিকরুল হক আবাসিক হল ভবন প্রাঙ্গণে একটি কাঠবাদাম গাছ লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন। এসব কার্যক্রমে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর সেনানিবাসের ইএমই স্কুল অ্যান্ড সেন্টারের কমান্ডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ ওয়াসেস খান এসইউপি, বাউস্টের রেজিস্ট্রার চৌধুরী সাইফ উদ্দিন কাওসার পিবিজিএম, লেফটেন্যান্ট কন্র্লে ডা. মো. শামীম রেজা আরইটিডি, লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ সালাউদ্দিন নয়ন বিজিওএম কনটোলার। এছাড়াও অতিথি ছিলেন,...