মৌলভীবাজারে দুর্গাপূজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক সভা NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। মৌলভীবাজার:মৌরভীবাজারে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষ্য আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) সদর মডেল থানার আয়োজনে পৌরসভাস্থ এম সাইফুর রহমান অডিটোরিয়ামে এ সভা সভাপতিত্ব করেন পুলিশ সুপার এম, কে,এইচ, জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা।সভায় পূজা মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, নিয়মিত টহল, রাত্রীকালীন পাহারা, পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।পুলিশ সুপার সবাইকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা বিভ্রান্তিকর ছবি বা ভিডিওর বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ গাজী মাহবুবুর রহমান। সভায় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার...