ঢাকা: যুক্তরাষ্ট্রের ডানপন্থী রাজনৈতিক আন্দোলনের কর্মী চার্লি কার্কের হত্যার পর তার স্ত্রী এরিকা কার্ক এক আবেগঘন স্মরণসভায় স্বামীর হত্যাকারীকে ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। স্থানীয় সময় রবিবার (২১ সেপ্টেম্বর) অ্যারিজোনার স্টেট ফার্ম স্টেডিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি বলেন, “আমার স্বামী তরুণদের জীবন বদলাতে চাইতেন— এমনকি তার জীবন কেড়ে নেয়া তরুণকেও। আমি তাকে ক্ষমা করে দিয়েছি।”এই বিশাল আয়োজনে উপস্থিত ছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তিনি চার্লি কার্ককে একজন "মহান আমেরিকান বীর" এবং "শহীদ" হিসেবে আখ্যায়িত করেন। আয়োজকদের তথ্য অনুযায়ী, স্মরণসভায় অংশ নেন অন্তত ৬০ হাজার মানুষ।আমি তাকে ক্ষমা করেছি, কারণ এটি যিশুখ্রিস্টের ইচ্ছা ছিল। আর এটি চার্লিরও ইচ্ছা ছিল। ঘৃণার প্রতিক্রিয়া ঘৃণা নয়।’মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও রক্ষণশীল যুব রাজনৈতিক গ্রুপ টার্নিং পয়েন্ট ইউএসএর প্রতিষ্ঠাতা ৩১ বছর বয়সী...