রাবি:শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের ভিপি পদপ্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ বলেন, রাকসু নির্বাচন পেছানোর কোন সুযোগ নেই। নির্বাচনের সময়সূচি নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা তৈরি হলে শিক্ষার্থীদের মধ্যে আস্থাহীনতা তৈরি হবে।সোমবার বিকেল সাড়ে তিনটায় রাকসু কোষাধ্যক্ষের সামনে এক প্রেস ব্রিফিং এ তিনি এ কথা বলেন। জাহিদ আরও বলেন, নির্বাচন যথাসময়েই আয়োজন করতে হবে। যারা ২৫ তারিখের নির্বাচন ঠেকাতে অপরাজনীতি করছে, তারা আসলে নির্বাচনে পরাজয়ের ভয় পাচ্ছে। নির্বাচন পিছিয়ে গেলে শিক্ষার্থীরা আস্থা হারিয়ে ফেলবে।তিনি আরও করেন, হলগুলোতে বেশিরভাগ শিক্ষার্থী এখনো উপস্থিত আছেন। তাই প্রশাসনের প্রতি আমাদের অনুরোধ, তারা যেন স্পষ্ট ঘোষণা দেন যে ২৫ সেপ্টেম্বরই নির্বাচন অনুষ্ঠিত হবে।পোষ্যকোটা ইস্যু নিয়ে তিনি অভিযোগ করে বলেন, একটি সিন্ডিকেট বিশ্ববিদ্যালয়ে পোষ্যকোটা ইস্যু নিয়ে এসেছে। শিক্ষার্থীরা ইতিমধ্যেই বুঝে গেছে, এটি মূলত নির্বাচন পেছানোর উদ্দেশ্যে করা হয়েছে।...