বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ বলেছেন, বর্তমান সরকারের আমলে সাংবাদিকরা আগের যেকোনো সময়ের তুলনায় অবাধ স্বাধীনতা ভোগ করছেন। তবে এ সুযোগে যাতে অপতথ্য ছড়িয়ে না পড়ে, সে বিষয়ে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হতে হবে।সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় কক্সবাজার জেলা প্রশাসকের এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে আয়োজিত অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি জেলার ২৪ জন গণমাধ্যমকর্মীর মধ্যে ২০ লাখ ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।মুহাম্মদ আবদুল্লাহ জানান, অসচ্ছল সাংবাদিকদের আর্থিক সহায়তা হিসেবে ইতিমধ্যে দুই কোটি ৯০ লাখ টাকা বিতরণ করা হয়েছে এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, সাংবাদিকদের জন্য ফেলোশিপ, প্রবীণ অসচ্ছল সাংবাদিকদের মাসিক ভাতা, মেধাবী সন্তানদের স্কলারশিপ, স্বাস্থ্যসেবা...