বাজারে দীর্ঘদিনের গুঞ্জন ছিল অ্যাপল একদিন না একদিন টাচস্ক্রিন ম্যাকবুক তৈরি করবে। তবে এতদিন কোম্পানিটি স্পষ্ট বলে আসছিল তারা এ ধরনের পণ্য আনার কোনো আগ্রহ রাখে না। অবশেষে সেই অস্থান থেকে সরে এসে নতুন পরিকল্পনা করছে এ টেক জায়ান্ট। প্রযুক্তি বিশ্লেষক মিং-চি কুওর সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপল একটি টাচস্ক্রিন ম্যাকবুক প্রো তৈরি করছে যা ২০২৬ সালের শেষ নাগাদ ব্যাপক হারে উৎপাদন করবে। এটি অ্যাপলের জন্য বড় পরিবর্তন বলেই মনে করা হচ্ছে। কারণ, অন্যান্য অনেক কম্পিউটার নির্মাতা কোম্পানি টাচস্ক্রিন ল্যাপটপ তৈরি করলেও অ্যাপল এ ধরনের ডিভাইস তৈরি থেকে দূরে ছিল। এবার তারা নতুন প্রযুক্তি সংযোজনের মাধ্যমে ব্যবহারকারীদের জন্য ভিন্নধর্মী অভিজ্ঞতা আনতে চাচ্ছে। অ্যাপলের সিদ্ধান্তের পেছনে রয়েছে দীর্ঘদিনের পর্যবেক্ষণ। কুওর মতে, আইপ্যাড ব্যবহারকারীদের আচরণ দেখে অ্যাপল বুঝতে পেরেছে যে কিছু...