কক্সবাজারের টেকনাফ সীমান্তজুড়ে আবারও দুঃসাহসিক অভিযান চালাল র্যাব ও বিজিবি। ভয়ঙ্কর মানব পাচারকারী চক্রের গহীন পাহাড়ি আস্তানা ঘিরে রাখা হয়েছিল ভোর থেকে গভীর রাত পর্যন্ত। পাহাড়ের আঁকাবাঁকা পথ, দুর্গম ঝোপঝাড় আর গহীন অরণ্যে লুকিয়ে ছিল নিরীহ মানুষদের বেদনাময় কান্না। মালয়েশিয়া কিংবা থাইল্যান্ডে সুন্দর জীবনের স্বপ্ন দেখিয়ে তাদের আটকে রেখেছিল একদল নির্মম পাচারকারী। সেই অমানবিক আস্তানা ভেঙে ৮৪ জন অসহায় মানুষকে জীবিত উদ্ধার করেছে র্যাব-বিজিবির সাহসী সদস্যরা।অভিযানের শুরুটা ছিল আরও নাটকীয়। ২০ সেপ্টেম্বর পাওয়া গোপন তথ্যের সূত্র ধরে বিজিবির গোয়েন্দারা জানতে পারে—বাহারছড়া কচ্ছপিয়ার গভীর পাহাড়ে কয়েকজন ভুক্তভোগী আটকে রাখা হয়েছে। সঙ্গে সঙ্গে অভিযান চালিয়ে প্রথমে একজন পাচারকারীকে আটক করা হয় এবং চারজনকে উদ্ধার করা হয়। তাদের মুখে শোনা যায় বন্দিদশার লোমহর্ষ কাহিনি। সেই তথ্যের ওপর ভিত্তি করে ২১ সেপ্টেম্বর ভোরে শুরু...