ত্রয়োদশ সংসদ নির্বাচনের পরিবেশ ও প্রস্তুতির বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করছে ইউরোপীয় ইউনিয়নের প্রাক-নির্বাচনি পর্যবেক্ষণ টিম। সোমবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ ও ইসি সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে দুই ধাপে বৈঠক করবে আট সদস্যের প্রতিনিধি দল। ‘ইলেকশন এক্সপ্লোরেটরি মিশন’ শীর্ষক দলটি বিকাল ৩টায় ইসি কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসেছে। ইসি সচিবালয়ের যুগ্ম-সচিব (নির্বাচন ব্যবস্থাপনা-২) মঈন উদ্দীন খান বলেন, “নির্বাচনের আগে ভোটের পরিবেশ, ইসির প্রস্তুতি ও সামনে নির্বাচনে ইইউ পর্যবেক্ষণ টিম পাঠাবে কি না- তা নিয়ে সার্বিক বিষয়ে ইসি সচিবালয়ের ভোট ব্যবস্থাপনা, পরিচালনা, আইন শাখা ও কারিগরি বিশেষজ্ঞসহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করবেন সফররত এ প্রতিনিধি দল।” কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে প্রতিনিধি দলটি নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহর সঙ্গে বৈঠকে বসবে। ইসির কর্মকর্তারা জানান, ইইউ প্রাক নির্বাচনি পর্যবেক্ষণ...