২২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৭ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৭ পিএম নারী-উদ্যোক্তাদের পণ্য ক্রয়ের লক্ষ্যে ৪ দিনের সফরে বাংলাদেশে এসেছে যুক্তরাজ্যের ৯টি ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধি। এসএমই ফাউন্ডেশন, আইটিসি (ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার) শি-ট্রেডস বাংলাদেশ হাব এবং চট্টগ্রাম উইমেন চেম্বারের সহায়তায় ২২-২৫ সেপ্টেম্বর ২০২৫ এই ৯টি বৃটিশ ব্যবসা প্রতিষ্ঠান বাংলাদেশের ঢাকা ও চট্টগ্রামের নারী-উদ্যোক্তাদের মালিকানাধীন পোশাক, বাসাবাড়ির সাজসজ্জা, কৃষি ও পাটপণ্য খাতের ৮০টি ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করবে। সোমবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে এই আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন মো. মুসফিকুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী ও উপব্যবস্থাপনা পরিচালক ফারজানা খান, ঢাকায় বৃটিশ হাইকমিশনের উপ-উন্নয়ন পরিচালক মার্টিন ডসন, আইটিসি’র পলিসি লিড জেম আরবো এবং জ্যেষ্ঠ উপদেষ্টা তানভীর আহমেদ। অনুষ্ঠানে এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন মো. মুসফিকুর রহমান বলেন,...