সোমবার বিকেলে নির্বাচন কমিশন ভবনে যায় এনসিপির তিন সদস্যের প্রতিনিধিদল রাজনৈতিক দল হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নিবন্ধনের বিষয়ে অগ্রগতি জানতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে নির্বাচন কমিশনে গেছে দলটির প্রতিনিধিদল। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় নির্বাচন কমিশন ভবনে যান তারা। তিন সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। প্রতিনিধিদলে আরো আছেন- দলটির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা। দলীয় সূত্র জানিয়েছে, এনসিপির নেতারা দলটির নিবন্ধন ও প্রতীক নিয়ে সিইসি সঙ্গে আলোচনা করবেন। এদিকে, নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, চূড়ান্ত নিবন্ধন পেতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ছয়টি নতুন রাজনৈতিক দল। নির্বাচন কমিশনের...