কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় সুফল ভোগী সদস্যদের জন্য দুই দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলা বিআরডিবি সম্মেলন কক্ষে বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ড (বিআরডিবি) ভেড়ামারার আয়োজনে এই প্রশিক্ষণ দেওয়া হয়। এবারের স্লোগান ছিল, “বিআরডিবি অঙ্গীকার: উন্নত আত্মনির্ভরশীল”। উল্লেখ্য, বিআরডিবির সদস্যদের মধ্যে যাচাই-বাছাই করে ৪০ জনকে এই দুই দিনের প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। প্রশিক্ষণের মাধ্যমে তারা স্বাবলম্বী হওয়ার জন্য লোন সুবিধা পাবেন। অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম বলেন, “রাজস্ব বাজেটের আওতায় ২০২৫-২৬ অর্থবছরে উপকারভোগীদের জন্য দুই দিনের প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা করা হয়েছে। এই প্রশিক্ষণ উপকারভোগীদের আইজিএ বাস্তবায়নে সহায়ক হবে...