“মাছে-ভাতে বাঙালি” এই প্রাচীন শ্লোগানকে সামনে রেখে সন্দ্বীপ উপজেলায় পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার ৫৫টি সরকারি ও শিক্ষাপ্রতিষ্ঠানের জলাশয়ে প্রায় ২৯০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমা আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন- উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আরিফুর রহমান, কৃষি কর্মকর্তা মারুফ হোসেন, এলজিইডি’র আব্দুল আলীম, জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন, সমকাল প্রতিনিধি...