খবর টি পড়েছেন :৫৬‘ঐক্যবদ্ধ বলেই আমরা সমৃদ্ধ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে আর্থিক অনুদান ও ত্রাণ বিতরণ করেছে স্থানীয় আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড। ২১ সেপ্টেম্বর রবিবার বিকেলে উপজেলার নলকুড়া ইউনিয়নের ডাকাবর গ্রামে নিহত ইসমাইল হোসেনের পিতা আব্দুল্লাহ’র হাতে নগদ ১০ হাজার টাকা প্রদান করা হয়।এছাড়া সন্ধ্যায় উপজেলা সদরের ব্রিজের পুর্ব পাশে রেজিয়া হোসেন বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে আশ্রয় নেওয়া পাহাড়ি ঢলের পানির তোড়ে বিধস্ত গৃহহীন ১২ পরিবারের মাঝে প্রতিটি পরিবারকে এক বস্তা করে চাল প্রদান করা হয়।আনুষ্ঠানিকভাবে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আর্থিক সহায়তা বিতরণ করেন আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের উপদেষ্টা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বাদশা। ওইসময় তিনি বলেন, পাহাড়ি ঢলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের কষ্ট আমরা অনুভব...