বেকার একদল তরুণকে নিয়ে সাংবাদিক পরিচয়ে বাংলাদেশ প্রেসক্লাবের বেলকুচি শাখা স্থাপন করে যার মাধ্যমে এলাকায় চাঁদাবাজি, মামলা-হামলায় পক্ষপাতিত্ব, রাজনৈতিক ছত্রছায়ায় ক্ষমতার অপব্যবহার, জমি-জমার বিরোধে পক্ষপাতিত্ব, মাদক বিক্রেতাদের কাছ থেকে টাকা আদায়, মামলার আসামিদের ছাড়িয়ে আনার জন্য থানার দালালি করা, উপজেলা প্রশাসনের দপ্তরে পেশিশক্তি প্রদর্শন— এগুলোই এখন তার নিত্যদিনের কাজ।এ মন অবস্থার সচিত্র প্রতিবেদন প্রকাশ করে বেলকুচি প্রেসক্লাবের কোন গণমাধ্যম কর্মী নিজেদের সমালোচনার পাত্র হতে চান না। আর এই সুযোগে বেলকুচির গণমাধ্যমকে ধ্বংস করে সাধারণ মানুষের মনে প্রবীণ সাংবাদিকদের সততা, কর্মদক্ষতা ও সম্মানিত পেশাদারত্বের সুনাম নষ্ট করছে।সম্প্রতি গত ১৫ সেপ্টেম্বর উপজেলার আব্দুলপুর গ্রামের বদিউজ্জামানের পুত্র হাফিজুল ইসলাম সিরাজগঞ্জের দ্রুত বিচার আদালতে একটি চাঁদাবাজির মামলা দায়ের করেছেন সাংবাদিক পরিচয়ধারি রেজাউল করিমের বিরুদ্ধে ,যা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর তদন্তাধীন রয়েছে। এ বেপারে...