গেল মাসে রজার বিনির পদত্যাগের পর থেকে বিসিসিআই চলছিল অস্থায়ী সভাপতির অধীনে। অবশেষে নতুন সভাপতি পেতে যাচ্ছে ভারতীয় বোর্ড। বাংলাদেশ অ-১৯ দলের সাবেক ব্যাটিং কোচ মিঠুন মানহাস হতে যাচ্ছেন বিসিসিআইয়ের নতুন সভাপতি। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়েছে, শনিবার রাতে দিল্লিতে দীর্ঘ বৈঠকের পর বোর্ড সদস্যরা তার নাম চূড়ান্ত করেন। এর ফলে তিনি হবেন প্রথম ভারতীয় ক্রিকেটার, যিনি জম্মু-কাশ্মীর থেকে উঠে এসে বিসিসিআইয়ের শীর্ষ পদে বসবেন। রবিবার, ২১ সেপ্টেম্বর মিঠুন মানহাস মুম্বাই উড়ে গিয়ে সভাপতির পদে মনোনয়নপত্র জমা দেন। আগামী এজিএমে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন বলেই নিশ্চিত সূত্র জানাচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিসিসিআই চেয়েছিল একজন ক্রিকেটারকে শীর্ষ পদে বসাতে। তবে এ জন্য নিয়ম-কানুনের কিছু ব্যাখ্যা এড়িয়ে যাওয়া হয়েছে। মানহাস হতে যাচ্ছেন প্রথম বোর্ড সভাপতি, যিনি ভারতের হয়ে কখনো জাতীয়...