২২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩০ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩০ পিএম দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) রাকসু নির্বাচন ঘিরে শিক্ষাঙ্গনে উৎসবমুখর পরিবেশ থাকলেও শিক্ষক লাঞ্ছনার ঘটনায় হঠাৎ অচল হয়ে পড়েছে ক্যাম্পাস। পূর্ণদিবস কর্মবিরতি ও কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের একটি অংশ। কিন্তু প্রশ্ন উঠছে—শিক্ষক লাঞ্ছনার বিচার ও পোষ্য কোটা ইস্যুকে কেন্দ্র করে যে আন্দোলনের ডাক, সেটি কি আদৌ স্বতঃস্ফূর্ত, নাকি পরিকল্পিতভাবে রাকসু নির্বাচন বানচালের কৌশল? দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে বিরাজ করছে এক ধরনের রাজনৈতিক উত্তেজনা। বিভিন্ন ছাত্র সংগঠন, প্রার্থী ও সমর্থকরা ভোটারদের মনোযোগ আকর্ষণে ব্যস্ত। এমন এক সময়ে শিক্ষক লাঞ্ছনার ঘটনা এবং পরবর্তী অচলাবস্থা সন্দেহজনক বলে মনে করছেন অনেকেই। বিশ্ববিদ্যালয়ের কিছু জ্যেষ্ঠ অধ্যাপক মনে করছেন, এই ঘটনার পেছনে উদ্দেশ্যমূলকভাবে...