এদিকে, সঠিক সময়ে রাকসু নির্বাচনের বিষয়ে সংশয় প্রকাশ করে প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. এফ নজরুল ইসলাম জানিয়েছেন, বিকালে কমিশনের সভায় নির্বাচন সংক্রান্ত সিদ্ধান্ত নেয়া হবে। অন্যদিকে, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের শাটডাউন ও বেশিরভাগ শিক্ষার্থীর ক্যাম্পাস ত্যাগের কারণে বর্তমানে রাকসু নির্বাচনের পরিবেশ নেই বলে সংবাদ সম্মেলন করেছে ৪টি প্যানেলসহ স্বতন্ত্র কয়েক প্রার্থী। দুপুরে সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, সনাতন...