জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাতকে দুর্নীতি মামলায় হাজিরার জন্য সোমবার (২২ সেপ্টেম্বর) কারাগার থেকে আদালতে আনা হয়। এদিন দুপুর দেড়টার দিকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানা থেকে আবুল বারকাত ও সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে একসঙ্গে প্রিজন ভ্যানে তোলা হয়। তখন আবুল বারকাতের স্বজনরা প্রিজন ভ্যানের গ্রিলের ফাঁক দিয়ে কথা বলার চেষ্টা করেন। এসময় নাতিকে দেখে প্রিজন ভ্যান থেকে হাত নাড়েন আবুল বারকাত। পরে আসামিদের নিয়ে কারাগারের উদ্দেশ্যে রওয়ানা হয় ভ্যানটি। এর আগে গত ২৩ জুলাই ২৯৭ কোটি টাকা আত্মসাতের মামলায় আবুল বারকাতকে দুদিনের রিমান্ডের আদেশ দেন আদালত। ১০ জুলাই রাত সাড়ে ১১টার দিকে ধানমন্ডির ৩ নম্বর সড়ক এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরদিন তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এর...