প্রতিদিনের শহুরে জীবনে গাড়ি, বাস যেন মানুষের নিত্যসঙ্গী। অফিস যাওয়া, বাজার করা কিংবা অল্প দূরত্বে যাত্রা সবখানেই গাড়ি ছাড়া যেন চলাই মুশকিল। অথচ এই গাড়ি আবার আমাদের জীবনের সবচেয়ে বড় ভোগান্তির কারণও বটে। যানজট, বায়ুদূষণ, শব্দদূষণ আর অস্বাস্থ্যকর জীবনযাপনের পেছনে বড় ভূমিকা রাখছে মোটরযান। তাই প্রতিবছর ২২ সেপ্টেম্বর বিশ্বব্যাপী পালিত হয় বিশ্ব গাড়িমুক্ত দিবস। এই দিনটি কেবল একটি আনুষ্ঠানিক পালনের বিষয় নয়; বরং এর মধ্যে লুকিয়ে আছে একটি গুরুত্বপূর্ণ বার্তা। শহরকে বাসযোগ্য রাখতে হলে আমাদের গাড়িনির্ভর জীবন থেকে বের হয়ে বিকল্প পরিবহন ব্যবস্থার দিকে যেতে হবে। মানুষ, পরিবেশ এবং শহর এই তিনের স্বার্থেই গাড়ির ব্যবহার সীমিত করা জরুরি। তাহলে গাড়ির বিকল্প কী হতে পারে? চলুন জেনে নেই। ১. হাঁটা:ছোট দূরত্বে গাড়ির বদলে হাঁটলে শুধু জ্বালানি খরচই বাঁচে না, শরীরও থাকে...