এ বছরের শারদীয় দুর্গাপূজা ঘিরে সারাদেশে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, এবছর কোথাও নিরাপত্তার কোনো ঝুঁকি নেই, বরং সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ আরো সুদৃঢ় হবে। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জ শহরের শ্রী রামকৃষ্ণ মিশন আশ্রমের পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবার দুর্গাপূজা অনুষ্ঠিত হবে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে। সারা দেশে ৩৩ হাজার পূজা মণ্ডপের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে ৮০ হাজার স্বেচ্ছাসেবক কাজ করবেন। এর ফলে পূজার নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে ইতোমধ্যে পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক করা হয়েছে। প্রতিমা নির্মাণের সময়...