মঙ্গলবার আমেরিকার নিউইয়র্কে বসছে ৮০তম জাতিসংঘের সাধারণ অধিবেশন। এবারের অধিবেশনের প্রতিপাদ্য, ‘একসাথে ভবিষ্যৎ গড়ে তোলা’। অধিবেশনে শান্তি, উন্নয়ন ও মানবাধিকার নিয়ে আলোচনা করবেন বিশ্বনেতারা। এ ছাড়া অধিবেশনে রোহিঙ্গা সংকট নিরসনে একটি উচ্চ-পর্যায়ের সম্মেলন হওয়ার কথা রয়েছে, যা বাংলাদেশের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। এবারের অধিবেশনে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্তে চলমান সহিংসতা। এ ছাড়া এজেন্ডায় থাকছে সংঘাত নিরসন ও বৈশ্বিক টেকসই উন্নয়নসহ বিভিন্ন বিষয়। তবে ৮০তম সাধারণ অধিবেশনের মূল আকর্ষণ ফিলিস্তিনের স্বীকৃতি ইস্যু। ইসরায়েলি আগ্রাসনের জবাবে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার পর ফিলিস্তিনকে স্বীকৃতির ঘোষণা দিতে যাচ্ছে ফ্রান্সসহ আরও বেশ কয়েকটি দেশ। আন্তর্জাতিক রীতিনীতি ও নানামুখী চাপ উপেক্ষা করেই প্রায় ২ বছর ধরে গাজায় আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। জাতিসংঘ অধিবেশনে গাজায় ইসরায়েলের গণহত্যা প্রধান আলোচ্য বিষয় হবে বলে জানিয়েছেন তুর্কি...