রপ্তানি উন্নয়ন ব্যুরো বাংলাদেশ (ইপিবি) ও মালয়েশিয়া এক্সটার্নাল ট্রেড ডেভেলপমেন্ট কর্পোরেশনের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) বিনিময় হয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বাড়ানোর পদক্ষেপ হিসেবে শুক্রবার কুয়ালালামপুরে এই সমঝোতা স্মারক স্বাক্ষর করে দুই দেশ। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাই কমিশন। মালয়েশিয়ার রপ্তানি ও আন্তর্জাতিক বাণিজ্য প্রচারের সরকারি সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মুস্তাফা আবদুল আজিজ ও রপ্তানি উন্নয়ন ব্যুরো বাংলাদেশের মহাপরিচালক বেবি রাণী কর্মকার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সমঝোতা স্মারকের মূল উদ্দেশ্য হল পারস্পরিক সহযোগিতার মাধ্যমে রপ্তানি বৃদ্ধি, নতুন ব্যবসায়িক সুযোগ তৈরি ও দুই দেশের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদার করা। এর মাধ্যমে ব্যবসা-বাণিজ্য বিষয়ক তথ্য বিনিময়, বাণিজ্য প্রসারে বিভিন্ন কর্মসূচির আয়োজন, সফর বিনিময় এবং সক্ষমতা বৃদ্ধিতে অভিজ্ঞতা বিনিময়ের মতো ক্ষেত্রে...