গ্রুপ পর্বে হ্যান্ডশেক কেলেঙ্কারির পর এশিয়া কাপের সুপার ফোরে নতুন ইস্যু খুঁজে পেয়েছে পাকিস্তান। ওপেনার ফখর জামানের একটি বিতর্কিত আউট নিয়ে প্রশ্ন উঠেছে। পাকিস্তান অধিনায়ক সালমান আগা দাবি করেছেন, ফখরকে আম্পায়ার ওই বিতর্কিত আউট না দিলে তারা ১৯০ রানের স্কোর গড়তে পারত! গতকালের ম্যাচে মাত্র ৮ বলে ৩ চারে ১৫ রান তুলে ফেলেছিলেন ফখর। এরপরহার্দিক পান্ডিয়ার একটি স্লোয়ার ডেলিভারি তার ব্যাট ছুঁয়ে উইকেটের পেছনে যায়। কিপার সঞ্জু স্যামসন সামনে ঝাঁপিয়ে ক্যাচ ধরেন। রিপ্লে দেখার পর টিভি আম্পায়ার রুচিরা পাল্লিয়াগুরুগে সিদ্ধান্ত দেন—বল মাটিতে লাগেনি, সোজা গ্লাভসবন্দি হয়েছে। কিন্তু সালমান আগার দাবি, বলটি উইকেটকিপারের গ্লাভসে যাওয়ার আগে মাটিতে লেগেছিল। ম্যাচ শেষে সালমান বলেন, ‘আমি সিদ্ধান্ত সম্পর্কে জানি না। এটা স্পষ্টতই আম্পায়ারের কাজ। আম্পায়াররা ভুল করতেই পারেন। আর এতে আমার কোনও আপত্তি নেই।...