চুল ঝরার সমস্যা? চিন্তার কিছু নেই! চুলের যত্ন নিতে হলে রাতে ঘুমানোর আগে কয়েকটা ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ কাজ করতে পারেন। বিশেষজ্ঞরা বলছেন, এই তিনটি টিপস নিয়ম করে করলে চুল ঝরার প্রবণতা অনেক কমে যায়।ঘুমানোর আগে যা করবেনচুল হালকাভাবে আঁচড়ানঘুমানোর আগে মোটা চিরুনি দিয়ে খুব সাবধানে চুল আঁচড়ালে চুলের গোড়া শক্ত হয় আর ঝরাটা কমে। ভেজা চুলে জোরে আঁচড়ানো ঠিক না, এতে চুল দুর্বল হয়ে যেতে পারে। চাইলে একটু ড্রাই শ্যাম্পু লাগিয়ে নিতে পারেন, এতে চুল মসৃণ থাকে।আরও পড়ুন :রোজ শ্যাম্পু করছেন? চুলের জন্য ভালো না ক্ষতিকর জেনে নিন৩০-এর পর মা হতে চাইলে জেনে নিন গাইনির এই ৫ সতর্কতাআরও পড়ুন :চুলের গোড়া শক্ত করতে ৩ ঘরোয়া প্যাকচুল ঢিলা করে বাঁধুনখোলা চুলে ঘুমালে বালিশের সঙ্গে ঘষামাজায় চুল ভেঙে যেতে পারে। তাই চুল...