বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা মেধাবীদের জন্য ভিসা ফি বাতিলের পরিকল্পনা করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এরইমধ্যে বিশ্বের সেরা বিজ্ঞানী, শিক্ষাবিদ এবং ডিজিটাল বিশেষজ্ঞদের আকৃষ্ট করতে ‘গ্লোবাল ট্যালেন্ট টাস্ক ফোর্স’ গঠন করা হয়েছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের। প্রতিবেদনে বলা হয়, এই পরিকল্পনার লক্ষ্য দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে এগিয়ে নেয়া। সংবাদমাধ্যম ফিনান্সিয়াল টাইমসের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, বিশ্বের শীর্ষ পাঁচটি বিশ্ববিদ্যালয়ের স্নাতক কিংবা আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ পুরস্কারপ্রাপ্তরা এই ভিসা ফি ছাড়ের আওতায় পড়তে পারেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কোন্নয়নের চেষ্টায় ভারত, বৈঠকে বসছেন রুবিও-জয়শঙ্করযুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কোন্নয়নের চেষ্টায় ভারত, বৈঠকে বসছেন রুবিও-জয়শঙ্করএই পদক্ষেপের মাধ্যমে যুক্তরাজ্য বার্তা দিতে চায়, দেশটি মেধাবীদের জন্য উন্মুক্ত। বর্তমানে যুক্তরাজ্যের গ্লোবাল ট্যালেন্ট ভিসার আবেদন ফি ৭৬৬ পাউন্ড (১০৩০ মার্কিন ডলার)। স্বামী-স্ত্রী ও সন্তানদের জন্যও একই পরিমাণ ফি দিতে হয়। তবে এ...