রাজধানীতে রোববার দিবাগত রাত থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত টানা ৯ ঘণ্টায় ১০৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত মাত্র তিন ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৭১ মিলিমিটার। মৌসুমি বায়ুর প্রভাবে হওয়া এ বৃষ্টিকে অতি ভারী বৃষ্টি হিসেবে আখ্যায়িত করেছেন আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান। তিনি জানান, আজকের মধ্যে ঢাকায় আর উল্লেখযোগ্য বৃষ্টিপাতের আশঙ্কা নেই। তবে উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে দেশের তিন জেলায় বিশেষ করে খুলনা অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে। এ ছাড়া আগামী বুধবার থেকে আরো একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, হঠাৎ বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় হাঁটু থেকে কোমরসমান পানি জমে যায়। ধানমন্ডি, মোহাম্মদপুর, কলাবাগান, কারওয়ান বাজার, গ্রিন রোড, মণিপুরিপাড়া, নিউ মার্কেট,...