অভ্যুত্থানের পর নির্বাচনের তারিখ ঘোষণা করেছে সিরিয়া। দেশটিতে গত বছরের শেষের দিকে বিদ্রোহীদের অভিযানের মুখে পালিয়ে যান সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ। এর ফলে তার দীর্ঘকালের শাসনের অবসান ঘটে। এরই মধ্যে শুরু হচ্ছে নির্বাচনের প্রস্তুতি।রোববার (২১ সেপ্টেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ায় আগামী ৫ অক্টোবর নতুন পার্লামেন্ট (গণপরিষদ নির্বাচন People’s Assembly) নির্বাচন অনুষ্ঠিত হবে। এটি বাশার আল আসাদ সরকারের পতনের পর দেশিটিতে প্রথম জাতীয় নির্বাচন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা (সানা) জানিয়েছে, নির্বাচনটি ‘সব নির্বাচনী জেলায়’ অনুষ্ঠিত হবে। নতুন সরকার যুদ্ধবিধ্বস্ত দেশটিতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বৈধতা অর্জনের লক্ষ্যে এই নির্বাচন আয়োজন করছে।আলজাজিরা জানিয়েছে, ২১০ আসনের পার্লামেন্টে এক-তৃতীয়াংশ সদস্য সরাসরি নিয়োগ দেবেন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। বাকি সদস্যরা নির্বাচিত হবেন স্থানীয় কমিটির...