এর আগেও ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব থেকে বাফুফে সভাপতি বরাবর চিঠি দেওয়া হয়েছিল। এবারও ২৬ সেপ্টেম্বর প্রিমিয়ার লিগ শুরুর আগে সভাপতি তাবিথ আউয়ালের কাছে কড়া ভাষায় চিঠি দিয়েছে সাদা-কালো শিবির। বাফুফে গতকাল আসন্ন লিগের প্রথম লেগের ফিকশ্চার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে। প্রকাশিত ফিকশ্চারে আপত্তি জানিয়ে লিগের বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব সেটি পরিবর্তনের দাবি তুলেছে। সোমবার মোহামেডান ক্লাবের ডিরেক্টর ইন চার্জ কাজী ফিরোজ রশীদ বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বরাবর এই সংক্রান্ত চিঠি দেন। বাফুফেকে দেওয়া চিঠিতে মোহামেডান বলেছে, ‘কোনও ধরনের আলোচনা ব্যতিরেকে করা আসন্ন ফুটবল মৌসুমের ফিকশ্চার ফরম্যাট পদ্ধতি ত্রুটিপূর্ণ, সামঞ্জস্যহীন বলে আমাদের কাছে মনে হয়েছে। আমরা স্বচ্ছ, অনুমোদিত, গ্রহণযোগ্য ফিকশ্চার ফরম্যাট পদ্ধতি বাফুফের নিকট আশা করি।’ মোহামেডান শুধু ফিকশ্চার নয়, লিগ কমিটিরও পরিবর্তন চেয়েছে। বাফুফে সভাপতি বরাবর চিঠিতে ঐতিহ্যবাহী ক্লাবটি...