বাংলাদেশের বন্ড মার্কেটকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সোমবার (২২ সেপ্টেম্বর) ঢাকার নিকুঞ্জ ডিএসই ভবনে কনফারেন্স হলে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। সেমিনারের যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। বাংলাদেশে বড় বড় প্রজেক্টে অর্থায়নের ক্ষেত্রে আয়কর ও ব্যাংক খাতের ওপর নির্ভর না করার পরামর্শ দিয়ে তিনি বলেন, এসব ক্ষেত্রে পুঁজিবাজারে যেতে হবে। এখান থেকে বন্ড ইস্যুর মাধ্যমে পদ্মা সেতুর মতো বড় বড় প্রজেক্ট করা সম্ভব। আগামীতে বাংলাদেশের বন্ড মার্কেটকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে। বড় প্রজেক্টে অর্থায়নে জন্য পুঁজিবাজারের ওপর নির্ভরশীলতা বাড়াতে হবে বলেও উল্লেখ করেন তিনি। অর্থ উপদেষ্টা বলেন, পুঁজিবাজারের ছোট বিনিয়োগকারীরা মনে করেন বিনিয়োগ করলেই মুনাফা নিশ্চিত, এই...