ভারতীয় শেয়ারবাজারে হঠাৎ অস্থিরতা দেখা দিয়েছে। সোমবার সকালেই নিফটি-আইটি সূচক প্রায় তিন শতাংশ কমে যায়। টিসিএস, ইনফোসিস, উইপ্রো, এইচসিএল টেক এবং টেক মাহিন্দ্রার শেয়ারের দাম চার থেকে ছয় শতাংশ নেমে আসে। বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে বিক্রি শুরু করেন। এমন অবস্থার মূল কারণ হলো যুক্তরাষ্ট্রের হঠাৎ ঘোষিত এইচ-ওয়ানবি ভিসা ফি এক লাখ মার্কিন ডলার। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই ফি বৃদ্ধি কেবল অর্থনৈতিক প্রভাব ফেলবে না, মানবিক দিকেও বড় প্রভাব আছে। মুখপাত্র রনধীর জয়সওয়াল বলেন, পরিবারগুলো বিভক্ত হতে পারে, বহু পরিবার অনিশ্চয়তার মধ্যে পড়বে। ভারতীয় প্রযুক্তি খাত ও উদ্ভাবনের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে দক্ষ মেধা বিনিময় গুরুত্বপূর্ণ। এই সিদ্ধান্ত তা বিঘ্নিত করতে পারে। অর্থনীতিবিদরা নানা প্রতিক্রিয়া দিয়েছেন। নীতি আয়োগের প্রাক্তন প্রধান নির্বাহী অমিতাভ কান্ত বলেন, যুক্তরাষ্ট্রের পদক্ষেপ আত্মঘাতী, তারা গ্লোবাল প্রতিভাকে সীমাবদ্ধ করছে,...