২২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩১ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৪ পিএম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সীমান্ত ও অভিবাসনবিষয়ক উপদেষ্টা, যিনি ‘বর্ডার জার’ নামে পরিচিত টম হোম্যান, এবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে। অভিযোগ উঠেছে, তিনি সরকারি চুক্তি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতির বিনিময়ে মোটা অঙ্কের ঘুষ নিয়েছিলেন। এফবিআইয়ের গোপন অভিযানে এমন প্রমাণও নথিভুক্ত হয়, যদিও পরে তদন্ত বন্ধ করে দেওয়া হয়। রয়টার্সকে একটি সূত্র বলেছে, ২০২৪ সালের আগস্টে বাইডেন প্রশাসনের শেষ দিকে এ তদন্ত শুরু হয়। জাতীয় নিরাপত্তা সংক্রান্ত এক পৃথক তদন্তের সময় এক অভিযুক্তের কথোপকথনে উঠে আসে হোম্যানের নাম। অভিযোগ করা হয়, ট্রাম্প প্রশাসনে ফেরার পর অভিবাসন-সংক্রান্ত সরকারি চুক্তি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ঘুষ নিচ্ছিলেন তিনি। এ ঘটনার প্রমাণ হিসেবে এফবিআই গোপনে অভিযান চালায়। সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, এফবিআইয়ের একজন কর্মকর্তা ব্যবসায়ী...