ঢাকা: বিশ্বের শীর্ষ মেধাবীদের আকর্ষণে ভিসা ফি বাতিলের পরিকল্পনা করছে যুক্তরাজ্য। প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের নেতৃত্বাধীন নতুন সরকার ইতোমধ্যে এ বিষয়ে নীতিগত আলোচনা শুরু করেছে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম।ব্রিটিশ ভিসা প্রক্রিয়ায় বড় ধরনের সংস্কারের ইঙ্গিত মিলছে। ফিনান্সিয়াল টাইমসের বরাতে প্রতিবেদনে বলা হয়, কেয়ার স্টারমার সরকার কিছু নির্দিষ্ট ভিসার ফি পুরোপুরি মওকুফ করার প্রস্তাব বিবেচনা করছে, যাতে করে বৈশ্বিক মেধাবীরা যুক্তরাজ্যে আগ্রহী হয়। সোমবার (২২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। খবর রয়টার্স।এই সিদ্ধান্ত এমন সময়ে বিবেচনায় এসেছে, যখন যুক্তরাষ্ট্রসহ আরও কিছু পশ্চিমা দেশ অভিবাসন নীতিতে কঠোর অবস্থান নিচ্ছে।ব্রিটিশ এই প্রভাবশালী পত্রিকাটিকে এক কর্মকর্তা জানিয়েছেন, বিশ্বের শীর্ষ পাঁচটি বিশ্ববিদ্যালয়ের স্নাতক কিংবা আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ পুরস্কারপ্রাপ্তরা এই ভিসা ফি ছাড়ের আওতায় পড়তে পারেন।রিপোর্টে আরও বলা হয়েছে, এই সংস্কার পরিকল্পনা নিয়ে আলোচনা চলছিল ডাউনিং...