রাজশাহী প্রতিনিধি ও রাবি প্রতিনিধি ||রাইজিংবিডি.কম শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের ঘোষিত ‘কমপ্লিট শাটডাউন’-এর মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট প্রতিনিধি নির্বাচন হতে পারে না বলে মনে করেন চারটি স্বতন্ত্র প্যানেলের প্রার্থীরা। তারা নির্বাচন কমিশনকে বিষয়টি বিবেচনায় নেওয়ার অনুরোধ জানিয়েছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে ওই চার প্যানেলের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়। সেখানে মোট ১১টি প্যানেলের মধ্যে সচেতন শিক্ষার্থী সংসদ, রাকসু ফর র্যাডিকেল চেঞ্জ, সর্বজনীন শিক্ষার্থী সংসদ ও ইউনাইটেড ফর রাইটস প্যানেলের প্রার্থীরা উপস্থিত ছিলেন।আরো পড়ুন:রাকসু নির্বাচন পেছানোর বিষয়ে সিদ্ধান্ত বিকেলেদুর্গাপূজার পরে রাকসু নির্বাচন চায় ছাত্রদল লিখিত বক্তব্য পাঠ করেন সর্বজনীন শিক্ষার্থী সংসদ থেকে ভিপি পদপ্রার্থী ও বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক তাসিন খান। তিনি বলেন, “২৫ সেপ্টেম্বর রাকসু নির্বাচন উপলক্ষে আমরা সবাই...