সুষ্ঠু পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন পেছানোর দাবি জানিয়েছে ছাত্রদলসহ ৪টি প্যানেল। সোমবার দুপুরে ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান তারা। সংগঠনগুলো জানায়, শাটডাউন কর্মসূচির মধ্যে নির্বাচন হলে সেটি অংশগ্রহণমূলক হবে না। এতে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ বিরাজ করায় সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে। ছাত্রদলের ভিপি পদপ্রার্থী শেখ নুর উদ্দিন আবির বলেন, ‘প্রার্থীদের আনাগোনা যেটা ছিল সেটা কিন্তু এখন অনেকটাই স্থবির হয়ে গেছে। ভোটার নেই বললেই চলে। যদি নির্বাচন কমিশন বিষয়টি আবার বিবেচনা করেন, শিক্ষার্থী ও ভোটারদের উপস্থিতির কথা বিবেচনা করেন। আমি বলব আপনারা শিক্ষার্থীদের পালস বোঝার চেষ্টা করেন। নির্বাচনটা আমি চাই দুর্গাপূজার পরেই হোক।’ তবে নির্বাচন কমিশন জানিয়েছে, ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। এখনো নির্বাচন পেছানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি। প্রধান নির্বাচন...