সফটওয়্যারের দিক থেকেও সুপার ২৬ আলট্রায় সর্বাধুনিক এআই ফিচার ব্যবহার করা হয়েছে, যা প্রতিদিনের স্মার্ট অভিজ্ঞতা নিশ্চিত করে। এর এআই ইমেজ এডিটর স্বয়ংক্রিয়ভাবে ফটো অর্গানাইজ করে ও পোর্ট্রেট উন্নত করে। এতে ব্যবহৃত সিনেমাটিক ভ্লগ জেনারেটর সেকেন্ডের মধ্যেই পেশাদার মানের ভিডিও তৈরি করতে সক্ষম। এআই ক্যামেরা ইরেজার ছবির অপ্রয়োজনীয় বিষয়গুলো মুছে ফেলতে সাহায্য করে এবং সার্কেল টু সার্চ ফিচার ব্যবহারকারীদের নির্বাচিত স্ক্রিন কনটেন্টের ভিত্তিতে তথ্য অনুসন্ধানে সহায়তা করে। আইটেলের এআই অ্যাসিস্ট্যান্ট সোলা প্রতিদিনের কাজ ও বিনোদনকে আরও সাবলীল করে তোলে। আইটেল সুপার ২৬ আলট্রা স্টাইল, পারফরম্যান্স ও...