পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে পাঠানো এসব চাল ভারতের রাজধানী দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে বিতরণ করা হবে। উপহার হিসেবে চালগুলো মূলত ভারতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের প্রদান করা হবে বলে জানা গেছে। সকালে ‘চাষী’ ব্র্যান্ডের চালভর্তি পিকআপ ভ্যান আখাউড়া স্থলবন্দরে পৌঁছায়। পরে সিঅ্যান্ডএফ এজেন্ট সুয়েব ট্রেড ইন্টারন্যাশনাল চালগুলোর কাস্টমস ছাড়করণ সম্পন্ন করে। প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী রাজীব ভূইয়া জানান, “পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনের জন্য এই চাল পাঠানো হয়েছে, যা হাইকমিশনের মাধ্যমে বিতরণ হবে।” আখাউড়া স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান খান বলেন, “মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সব প্রক্রিয়া মেনে উপহারের চালগুলো দ্রুত...