এশিয়া কাপ ২০২৫ সুপার ফোরে আবারও ভারতের কাছে হেরে গেল পাকিস্তান। দুবাইয়ে অনুষ্ঠিত ম্যাচে সলমান আলি আঘার দলকে ৬ উইকেট আর ৭ বল হাতে রেখেই হারিয়ে দেয় সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত।টানা সপ্তমবারের মতো চিরপ্রতিদ্বন্দ্বীর কাছে পরাজয় মানতে হলো পাকিস্তানকে। টস জিতে প্রথমে ব্যাট করে পাকিস্তান তোলে ১৭১ রান। নতুন ওপেনিং জুটি সাহিবজাদা ফারহান ও ফখর জামান দুর্দান্ত সূচনা এনে দেন। বুমরাহর মতো বিশ্বসেরা বোলারের বিরুদ্ধেও জামান ঝড় তোলেন, যদিও বিতর্কিত এক তৃতীয় আম্পায়ার কলের শিকার হয়ে ফেরেন। অন্যদিকে ফারহান হাফ–সেঞ্চুরি তুলে নেন। কিন্তু ১০ ওভারে ৯১ রান তোলার পরও শেষদিকে ছন্দ হারিয়ে ২০০ স্পর্শ করতে ব্যর্থ হয় পাকিস্তান। ভারতের দুই ওপেনার অভিষেক শর্মা ও শুবম্যান গিল জবাবে বিধ্বংসী সূচনা করেন। মাত্র ৫৯ বলে গড়েন ১০৫ রানের জুটি। পরে কয়েকটি উইকেট...