ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগাল। রবিবার (২১ সেপ্টেম্বর) দেশগুলো আলাদাভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়। শিগগিরই ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বলে ঘোষণা দিয়েছে আরেক প্রভাবশালী পশ্চিমা দেশ ফ্রান্স। গাজায় চলমান ইসরায়েলি যুদ্ধ এবং অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের ভূখণ্ড সম্প্রসারণের বিরুদ্ধে এটি একটি প্রতীকী প্রতিক্রিয়া। এই স্বীকৃতির মধ্য দিয়ে বর্তমানে জাতিসংঘের ১৯৩টি সদস্যদেশের প্রায় ৭৫ শতাংশের স্বীকৃতি পেল ফিলিস্তিন। তবে ইসরায়েল এর তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে। ফিলিস্তিনকে স্বীকৃতির ঘোষণার ঠিক আগে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মুখপাত্র শোশ বেদ্রোসিয়ান এই পদক্ষেপকে ‘অবাস্তব এবং শুধুমাত্র সন্ত্রাসবাদের জন্য পুরস্কার’ হিসেবে উল্লেখ করেন। পূর্ব জেরুজালেমে গত ১৫ সেপ্টেম্বর এক অনুষ্ঠানে নেতানিয়াহু তার সমর্থকদের জানান,‘কোনও ফিলিস্তিনি রাষ্ট্র থাকবে না।’ যদিও কানাডা, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়ার এই পদক্ষেপ বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষণ করেছে। অনেক শিরোনাম তৈরি করেছে।...