সেভ দ্য চিলড্রেন সোমবার (২২ সেপ্টেম্বর) ইউরোপিয়ান সিভিল প্রটেকশন অ্যান্ড হিউম্যানিটারিয়ান এইড অপারেশনসের (ইকো) সহযোগিতায় প্রকাশিত বই ‘বিয়ন্ড দ্য ডার্কনেস’ এর মোড়ক উন্মোচন করেছে। বইটিতে মূলত তুলে ধরা হয়েছে রোহিঙ্গা শিশু ও তাদের পরিবারের শক্তি এবং সহনশীলতার গল্প। সেভ দ্য চিলড্রেনের কক্সবাজার এরিয়া অফিসে আয়োজিত অনুষ্ঠানে ইউরোপীয় কমিশনের প্রতিনিধি ও সেভ দ্য চিলড্রেনের কর্মকর্তাসহ পার্টনারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠানটিতে ইকো ও সেভ দ্য চিলড্রেনের টানা আট বছরের অংশীদারত্বকে তুলে ধরা হয়েছে, যার মাধ্যমে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প এবং হোস্ট কমিউনিটিতে শিক্ষা, শিশু সুরক্ষা এবং স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালিত হয়েছে। সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সুমন সেনগুপ্ত বলেন, “এই বই শুধু গল্পের সংকলন নয়, এটি শিশু ও তাদের পরিবারের অদম্য সাহস ও সহনশীলতার সাক্ষ্য বহন করে। এটি আমাদের...