প্রাবসীদের ভোটাধিকার নিশ্চিতে পোস্টাল ব্যালট (আইটি সাপোর্টেড) নিবন্ধন ও ভোটদান প্রক্রিয়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)সোমবার (২২ সেপ্টেম্বর) অফিসিয়াল ওয়েবসাইটে পোস্টাল ভোটিংকে ( আইটি সাপোর্টেড)। তালিকাভুক্তি প্রক্রিয়া ও ভোটদান প্রক্রিয়া দুইভাগে ভাগ করে প্রক্রিয়ার প্রকাশ করে ইসি।ইসির প্রকাশ করা প্রক্রিয়া থেকে জানা যায়, পোস্টাল ব্যালটে ভোট দিতে হলে প্রথমে পোস্টাল ব্যালট বিডি নামের অ্যাপে ১০ টি ধাপ শেষ করে তালিকাভুক্তি হতে হবে। এর সব ধাপ শেষ করে ডাক যোগে পোস্টাল ব্যালট পৌছানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। একাউন্ট খুলার সময় অ্যাপে আপলোড করা এনআইডি ও পাসপোর্ট অনুযায়ী তথ্য নিজে থেকে নিয়ে নেবে।এ বিষয়ে নবনিযুক্ত ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক বলেন, প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকারের জন্য ওসিভি (আউট অব কান্ট্রি ভোটিং) প্রজেক্ট হয়েছে। ওই প্রকল্পের অধীনে আমরা কিভাবে ভোট দেব, প্রবাসী ভোটাররা...