দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার কুইন্টন ডি কক অবসর ভেঙে আবারও ওয়ানডে ক্রিকেটে ফিরছেন। আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি–টোয়েন্টি সিরিজের জন্য তাকে দলে ডেকেছে প্রোটিয়ারা। ৩২ বছর বয়সী ডি কক ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পরই একদিনের ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন। এরপর থেকে কোনো ফরম্যাটেই জাতীয় দলের হয়ে মাঠে নামেননি। টেস্ট ক্যারিয়ার শেষ করেছিলেন আরও আগে, ২০২১ সালে। যদিও টি–টোয়েন্টি থেকে আনুষ্ঠানিকভাবে অবসর নেননি, তবুও গত বছর তাকে কেন্দ্রীয় চুক্তি দেওয়া হয়নি। আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় বসবে টি–টোয়েন্টি বিশ্বকাপ। আর ২০২৭ সালে ওয়ানডে বিশ্বকাপের যৌথ আয়োজক দক্ষিণ আফ্রিকা। সেই লক্ষ্য সামনে রেখেই ডি ককের প্রত্যাবর্তনকে বড় প্রাপ্তি হিসেবে দেখছে প্রোটিয়ারা। বিশেষত এমন সময়ে, যখন তারকা ব্যাটার হেনরিখ ক্লাসেন জুন মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। এই বছর ডি ককের খেলা...