৯৬ বছর পর অবশেষে মিশরের ফারাও দ্বিতীয় রামেসিসের ভাস্কর্যের হারিয়ে যাওয়া ওপরের অংশ খুঁজে পেয়েছেন প্রত্নতাত্ত্বিকরা। প্রায় ৯৬ বছর আগে দ্বিতীয় রামেসিসের এক বিশাল ভাস্কর্যের নিচের অর্ধেক অংশ আবিষ্কার করেছিলেন জার্মান প্রত্নতাত্ত্বিক গুন্থার রোয়েডার। সম্পূর্ণ পাওয়া গেলে প্রায় ২৩ ফুট উঁচু হত মূর্তিটি। দ্বিতীয় রামেসিস ছিলেন প্রাচীন মিশরের ৩১টি রাজবংশের ইতিহাসে সবচেয়ে খ্যাতিমান ফারাওদের একজন। কায়রো শহর থেকে প্রায় একশ ৫০ মাইল দক্ষিণে অবস্থিত মিনিয়া প্রদেশের এল আশমুনেইন শহরের কাছে এ ভাস্কর্যটি খুঁজে পান রোয়েডার। প্রাচীনকালে এ এলাকার নাম ছিল ‘খেমনু’। নীলনদের তীরে অবস্থিত এ শহরটি পুরানো রাজবংশীয় যুগে (২৬৪৯–২১৩০ খ্রিস্টপূর্ব) একটি প্রাদেশিক রাজধানী ছিল। পরবর্তী সময়ে যখন রোমানরা ভূমধ্যসাগরীয় অঞ্চল শাসন করত তখন এ শহরটি পরিচিত ছিল ‘হারমোপলিস ম্যাগনা’ নামে। এ অঞ্চলের গৌরবময় অতীতের বহু মূল্যবান সম্পদ আশপাশের মরুভূমিতে...