এশিয়া কাপে ভারতের বিপক্ষে সুপার ফোরের ম্যাচে ফখর জামানের আউট নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রবিবার পাকিস্তানের টানা দ্বিতীয় পরাজয়ের পর সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। ম্যাচের তৃতীয় ওভারে হার্দিক পান্ডিয়ার অফ-কাটার ড্রাইভ করতে গিয়ে বলের গতিতে ধোঁকা খান ফখর। বল উইকেটরক্ষক সঞ্জু স্যামসনের হাতে জমা পড়ে বলে সিদ্ধান্ত নেন থার্ড আম্পায়ার রুচিরা পাল্লিয়াগুরুগে। তবে রিপ্লেতে দেখা যায়, বল গ্লাভসে জমা পড়ার আগে মাটির খুব কাছে স্পর্শ করে গেছে। তার পরেও সেটিকে আউট দেওয়ায় প্রশ্ন তুলেছেন সালমান আলী, ‘আমার কাছে মনে হয়েছে বল গ্লাভসে জমা পড়ার আগে মাটিতে লেগেছিল। তবে আম্পায়ারের কাজ সিদ্ধান্ত নেওয়া, ভুল করতেই পারেন। কিন্তু ব্যক্তিগতভাবে আমি সেটা ভিন্নভাবে দেখেছি।’ তিনি আরও যোগ করেন, ‘ফখর...