প্রশ্ন:কোম্পানির প্রতিনিধিরা প্রায়ই ডাক্তারদের কাছে গিয়ে বিভিন্ন ধরনের উপহার দেয় এবং তাদের কোম্পানির ওষুধ লেখার অনুরোধ করে। ডাক্তারদের জন্য এই ধরনের উপহার গ্রহণ করা ইসলামে বৈধ কি না? এটি কোন পর্যায়ে পড়ে? উত্তর:উপহার গ্রহণের বিষয়টি কয়েকটি শর্তের ওপর নির্ভর করে। যদি ডাক্তার উপহার পাওয়ার লোভে রোগীর জন্য কম কার্যকর বা অনুপযুক্ত ওষুধ লিখে দেন, তবে তা বৈধ হবে না। একইভাবে, যদি অন্য কোম্পানির ওষুধ একই মানের হলেও দামে সস্তা বা রোগীর জন্য বেশি উপকারী হয়, তবুও কেবল উপহার পাওয়ার কারণে নির্দিষ্ট কোম্পানির ওষুধ লেখা অনুচিত ও নিষিদ্ধ হবে। আবার, ওষুধ কোম্পানি ডাক্তারকে যে উপহার বা কমিশন দিচ্ছে তা যদি রোগীর ওপর বাড়তি দামের বোঝা হয়ে চাপানো হয় বা ওষুধের মান হ্রাস করে, তবে এই ধরনের উপহার গ্রহণ মোটেও অনুমোদিত নয়।...