এশিয়া কাপ সুপার ফোরে ভারতের বিপক্ষে ম্যাচে পাকিস্তানের ওপেনার সাহিবজাদা ফারহান দলকে ভরসা জুগিয়েছিলেন ব্যাট হাতে। তিনি ৪৫ বলে করেছিলেন ৫৮ রান। কিন্তু তার ইনিংসের চেয়েও বেশি আলোচনায় আসে অর্ধশতক পূর্ণ করার পর করা উদযাপন। পঞ্চাশ পেরোনোর সঙ্গে সঙ্গেই তিনি ‘গান-শট’এর মতো ভঙ্গি করেন ব্যাট দিয়ে, যা দেখে অনেক ভক্ত বিস্মিত হন। কেউ কেউ তার সমালোচনাও করেন।আরও পড়ুনআরও পড়ুনভারতীয় ক্রিকেটকে ‘অপমানিত’ করেছেন সাহিবজাদা ফারহান ম্যাচের পরদিন সংবাদ সম্মেলনে ফারহানকে এই উদযাপন নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, ‘আমি জানি না মানুষ এটাকে কীভাবে নেবে। আমি এসব পাত্তা দেই না। এটা শুধু এক মুহূর্তের বিষয় ছিল। আমি সাধারণত অর্ধশতক করার পর কোনো সেলিব্রেশন করি না। কিন্তু সেদিন হঠাৎ মনে হলো একটা সেলিব্রেশন করি। তাই করেছি।’ তিনি আরও বলেন, ‘আপনি যদি...